বিশেষ প্রতিনিধি ১৭ আগষ্ট ২০২৫ ০৪:৫৮ পি.এম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে হাসপাতালে বসে অফিস সময়ে রোগীদের কাছ থেকে ফি নেওয়াসহ অন্যায়ভাবে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান অবশ্য বলেছেন, হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার না পেয়ে আমার বিরুদ্ধে অভিযোগ ছড়ানো হচ্ছে। শনিবার দুুপুরে ডা. রিয়াদ হাসানের অপসারণ এবং তদন্তসাপেক্ষে অনিয়মের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আবার ডা. রিয়াদের পক্ষ নিয়ে আরেকপক্ষ মানববন্ধনে বলেছে,
অনৈতিক সুবিধা না পেয়ে যারা আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। রিয়াদের পক্ষাবলম্বন কারীদের মানববন্ধন হাসপাতালের ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে।
গেল কয়েকদিন ধরেই এই হাসপাতালকে ঘিরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। চলতি মাসের ৭ তারিখে (সাত আগস্ট) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মধ্যে হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার নিয়ে মারামারি হয়। ওই ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল মাথায় গুরুতর আঘাত পেলে, তাকে সিলেটের ওসমানী মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার নানা অনিয়মের কাহিনী তুলে ধরা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ডা. মির্জা রিয়াদ হাসানের সমালোচনা করেছেন, তারা লিখেছেন— ডা. রিয়াদ অফিস সময়ে নিজের চেম্বারে বসে ‘ফি’ নিয়ে রোগী দেখেন। তিনি ডায়েটের টাকা আত্মসাত করেন। হাসপাতালে বেনামে রোগী ভর্তি করান। রোগী যদি থাকে ২০ টা। কাগজ কলমে তিনি দেখান ৫০ টা। ৩০ জনের খাবারের বিল তিনি নিজে তুলে নেন। তিনি অকারণে লোকজনকে নানা পরীক্ষা—নিরীক্ষা করার পরামর্শ দেন। পাশের মেডিপ্লাস ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা—নিরীক্ষার জন্য পাঠিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। গেল প্রায় দশ বছর হয় এভাবে অনৈতিক কাজ করে তিনি টাঙ্গুয়ার হাওরে দুটি হাউজবোটের মালিক হয়েছেন। দেশের বাড়িতে রয়েছে বিশাল গরুর খামার। তিনি তাহিরপুরের বাদাঘাটে ডায়গনষ্টিক সেন্টটারের শেয়ার হোল্ডার। ফেসবুবে লিখা হয়, মির্জ রিয়াদ বিগত সরকারের শাসনামলে আওয়ামী লীগের পরিচয় দিয়ে স্থানীয় লোকজন ও হাসপাতালের স্টাফদের সাথে প্রভাব খাটিয়ে চলতেন। পাঁচ আগষ্টের পর নিজেকে কখনো ইসলামী ছাত্র শিবিরের, কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেন।
শনিবারের মানববন্ধনের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল বললেন, ডাক্তারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন আন্ত: উপজেলা অধিকার পরিষদ নামের সংগঠন। আমি ওই মানববন্ধনে ছিলাম না। আয়োজকও নয়। তবে তারা যে অনিয়মের কথা মানববন্ধনে তুলে ধরেছেন বা সামাজিক যোগাযোগ তাহিরপুরের অনেকে যা লিখছেন, তার সত্যতা রয়েছে। ডা. রিয়াদ হাসান এমন কোন অপকর্ম নেই, যা গেল দশবছরে এই হাসপাতালে তিনি করেন নি।
আন্ত:উপজেলা অধিকার পরিষদের সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বললেন, ওই হাসপাতালে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এমন অভিযোগ একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানানোয়, শনিবার সেখানে মানববন্ধন করা হয়েছে। আমরা ডা. রিয়াদ হাসানের অপসারণ দাবি করেছি।
যুবদল নেতা জাহাঙ্গীর আলম বললেন, তাহিরপুরে ডা. রিয়াদ হাসানের পক্ষে—বিপক্ষে করা মানববন্ধনের কোনটাই আমি জানি না।
এবিষয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মির্জা রিয়াদ হাসান বলেন, গত ৬ আগষ্ট হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডার পান যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ নিয়ে কয়েকদিন আগে হাসপাতাল গেইটে ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মধ্যে মারামারি হয়। এর জের ধরে গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, হুমকিসহ মানববন্ধন করছেন তারা। তিনি এই অপপ্রচারের বিচার দাবি করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বললেন, হাসপাতালের খাবারের টেন্ডার নিয়ম অনুযায়ী জাহাঙ্গীর আলম পেয়েছেন। রাসেল ও জাহাঙ্গীরের এ নিয়ে মনোমালিন্য ছিল। আমরা দুজনকে নিয়ে বসার কথা ছিল। এরমধ্যেই মারামারি হয়েছে। ডা. রিয়াদের যে অনিয়ম দুর্নীতির কথা ফেসবুকে বলা হচ্ছে, মানববন্ধনে অভিযোগ করা হয়েছে, তা এর আগে কখনো শুনি নি।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বললেন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসানের নানা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত শনিবার কিছু মানুষ মানববন্ধনও করেছেন। উর্ধ্বতনদের বিষয়গুলো জানিয়েছি ।
সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য কম্পপ্লেক্সে হচ্ছেটা কী ?
করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ঠেকাতে লাকসামে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা; প্রেসব্লিফিং
বিজয়নগরে স্বাস্থ্য সহকারীদের ২ ঘণ্টা কর্মবিরতি
পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিনামূল্য চক্ষু চিকিৎসা
কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ক্ষতিকর মিথেন গ্যাস নিয়ন্ত্রণে বাংলাদেশের বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর নতুন উদ্ভাবন
চা পানে সারবে সর্দি-কাশি
সেরব্রাল পালসি" রোগে আক্রান্ত শিশু আরাফাত বাঁচতে চায়
ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা
মাবনদেহে দারুচিনির উপকারিতা কি?
‘গ্লোবাল রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বাংলাদেশের সানি
দৌলতদিয়া সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বাঙ্গালি জাতির জন্য সুখবর। অকালে আর মৃত্যু নয়। উন্নত চিকিৎসায় বাংলাদেশেই ক্যান্সার ও অন্যান্য জটিল রোগ ভালো হয়