নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ ২০২৫ ০৪:৩২ পি.এম
কুমিল্লা ২২ মার্চ: কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ (২২ মার্চ) ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য সংরক্ষিত ৩০% কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা বলছেন, ১০ম গ্রেডের সরকারি চাকরিতে শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের সুযোগ দিতে হবে এবং ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত কোটা অবিলম্বে বাতিল করতে হবে।
সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ইনস্টিটিউটের সামনের প্রধান সড়কে অবস্থান নেন, ফলে কোটবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়ক একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে বলেন, “ক্রাফট ইনস্ট্রাক্টর হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও” এবং “রক্ত দিয়ে হলেও অধিকার রক্ষা করবো”।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী—
১. ৩০% কোটা বাতিল করতে হবে: আদালতের দেওয়া এই রায় অযৌক্তিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তাদের মতে, এটি প্রকৌশল শিক্ষার মান কমিয়ে দেবে এবং প্রকৃত মেধাবীদের চাকরি থেকে বঞ্চিত করবে।
২. ক্রাফট ইনস্ট্রাক্টর পদ বিলুপ্ত করতে হবে: তারা মনে করেন, ক্রাফট ইনস্ট্রাক্টররা যথাযথ প্রকৌশল শিক্ষা না থাকায় তাদের ল্যাব সহকারী হিসেবে নিয়োগ দেওয়া উচিত।
৩. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে উন্মুক্ত নিয়োগ দিতে হবে: শিক্ষার্থীরা চান, শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য পরীক্ষা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন, ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধ, ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন কর্মসূচি দেওয়া হতে পারে।
কারিগরি শিক্ষার বিশেষজ্ঞদের মধ্যে এই আন্দোলন নিয়ে ভিন্ন মত রয়েছে। অনেকে বলছেন, ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য কোটা সংরক্ষণ প্রকৌশল শিক্ষার মান নষ্ট করবে, কারণ প্রকৌশল বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ছাড়া শিক্ষকতা করা সম্ভব নয়। অন্যদিকে, আদালতের রায়ের পক্ষে থাকা বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিন ধরে ক্রাফট ইনস্ট্রাক্টররা শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে আসছেন, তাই তাদের উন্নতির সুযোগ থাকা উচিত।
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই আন্দোলন শুধু কুমিল্লায় সীমাবদ্ধ নেই, বরং সারাদেশের কারিগরি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করছেন। যদি দ্রুত কোনো সমাধান না আসে, তবে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘে গ্লোবাল অ্যাকাডেমিক নেতৃবৃন্দের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের আলোচনা
পিবিপ্রবির পরিসংখ্যান বিভাগের ৫ শিক্ষার্থী পেলেন অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধাবৃত্তি
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রামে এইচ এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সিএমপি কমিশনার
আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
মমেক ছাত্রদের বোন্স ব্যাংকের উদ্যোগে মানব কঙ্কাল বিতরণ
নোবিপ্রবিতে দিনব্যাপী রিসার্চ ফেয়ার অনুষ্ঠিত
বাংলাদেশ এডিটরস ফোরামের উদ্যোগে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত হয়েছে গণমাধ্যমে অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশষন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
বিজয়নগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত শাহ আলম সভাপতি, কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত
গাবতলী মহিলা কলেজ কে বিশ্ববিদ্যালয় করা হবে ---সাবেক এমপি লালু
কদমতলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেত্রী সুন্দরীখাতুন কে সংবর্ধনা
বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন---সাহাদত ইসলাম
শাহীনা রব স্মৃতি পদক পেলেন পাংশার সাংবাদিক সাকী মাহবুব
এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার-২০২৫
বগুড়া গাবতলী মহিলা কলেজের নব নির্বাচিত সভাপতি -- ডঃ মাহমুদুল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক চিন্তা গবেষণা কেন্দ্র (DUSTR)-এর নবগঠিত কমিটির সভাপতি হলেন অধ্যাপক ড. তমিজি এবং মহাসচিব হলেন অধ্যাপক ড. হামিদা
সন্তুষ্ট নন আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-কে অপসারণের দাবীতে মানববন্ধন
১৭ মে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনরায় এমসিকিউ পরীক্ষা
পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
কুমিল্লা পলিটেকনিকে উত্তাল বিক্ষোভ, শিক্ষার্থীদের দাবি কোটা বাতিল
দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় প্রশিক্ষন
নোবিপ্রবিতে ‘৪র্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশে জলজ চাষ পদ্ধতির সম্ভাবনা’ শীর্ষক সেমিনার
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব
নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ১৪৯ আসন
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই
পাংশায় তারুণ্যের উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ভিক্ষুকের চোখে জ্ঞানের আলো
ঢাবিতে কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি গঠন