ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে

নিজস্ব প্রতিনিধি  ১৭ আগষ্ট ২০২৫ ০৫:০৭ পি.এম

ভাতিজা-ভাগিনা, আত্মীয়-স্বজন, আওয়ামী ঠিকাদারদের নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) লুটপাটের একটি সিন্ডিকেটে পরিণত করেছিলেন সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। ২০১১ সালে গঠিত উত্তর সিটির বিগত বছরের বিশাল বাজেট ও উন্নয়ন প্রকল্প সমূহ থেকে মেয়র আতিক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় তার আত্মীয় স্বজন ও দলীয় ঠিকাদারদের মাধ্যমে। ২০২৪ এর ৫ আগষ্ট কুখ্যাত আয়রন লেডি হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর ডিএনসিসি মেয়র ও তার আত্মীয়-স্বজন, মেয়ে তাপ কর্মকর্তা  ও আওয়ামী ঠিকাদারদের দূর্নীতি লুটপাটের ভয়াবহ চিত্র বের হয়ে আসছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উত্তর সিটির মেয়র আতিক গ্রেফতার হয়েছেন। তার আত্মীয় স্বজনরা উত্তর সিটি ছেড়েছে। টেন্ডারবাজীতে জড়িত আওয়ামী ঠিকাদাররা এখনও রহস্য জনকভাবে বহাল তবিয়তে রয়েছে। পট-পরিবর্তনের পর দেশের অন্যান্য দপ্তর সমূহের পরিবর্তনের ছোয়া লাগলেও উত্তর সিটিতে এখনো এর ব্যতিক্রম। 

আতিকুল ইসলাম মেয়র থাকাকালীন যুবলীগ নেতা মো.পারভেজের মাইশা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, যুবলীগ নেতা আব্দুল হাই এর আসিফ ইনফ্রাস্টাকচার, যুবলীগ কেন্দ্রীয় নেতা  দিলিপ বাবুর জনি এন্টারপ্রাইজসহ ছাত্রলীগ, যুবলীগ, আ. লীগ, লীগের কেন্দ্রীয় নেতা,বিভিন্ন প্রশাসনের শেখ হাসিনা ঘনিষ্ঠ গুরুত্বপূর্ন কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের প্রতিষ্ঠান সমূহ বড় বড় সব ঠিকাদারী কাজ তাদের দখলে রাখে। ছোট খাট কাজগুলোও তাদের সাথে নেগোসিয়েশন করে করতে হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, পারভেজ, আ. হাই, দিলিপ বাবু এই তিন রত্ন উত্তর সিটি কর্পোরেশনের ঠিকাদারী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে মূখ্য ভূমিকা পালন করে। সুত্রটি আরো জানায়, এ তিন রত্নের সাথে নেগোসিয়েশন ছাড়া উত্তর সিটির একটি বালি নাড়াবার ক্ষমতা কারো ছিল না।  তাদের এ ক্ষমতার কেন্দ্র ছিল মেয়র আতিকসহ মাইনুল হোসেন খান নিখিল ও  আ.লীগের কয়েকজন কেন্দ্রিয় নেতা।
তাদের ক্ষমতার দাপটে ঢাকা উত্তর সিটি পাচ বছর ছিল দূর্ণীতির অভয়ারন্য।

২০২৪ সালের ৫ আগষ্টের পর সারা দেশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা কর্মীরা যে যার মতো পালালেও এ তিন রত্ন এখনো উত্তর সিটি কর্পোরেশনের কর্মকান্ড নিজেদের দখলে রেখেছে। ২০২৫ সালে ৪ জুনে মাইশা কনস্ট্রাকশনকে প্রদত্ত নোয়া সবচেয়ে বড় উদাহরন। 
এ বিষয়ে ঢাক উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, টেন্ডারের ক্ষেত্র পিপিএ অনুসরন করা হয়।এতে কাজের পোর্টপলিও অনুসারে পুরাতন লাইসেন্সগুলো বেশি উপযুক্ত বিবেচিত হয়। এমনো হতে পারে অন্যরা এ সব লাইসেন্স ব্যবহার করে টেন্ডারে অংশ গ্রহণ করে কাজ পেয়েছে। যদি কোন কোন অনিয়ম হয়ে থাকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে”। 
সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, মাইশা কনস্ট্রাকশন, আসিফ ইনফ্রাস্ট্রাকচার, জনি এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারীরা থাকার কথা দূর্নীতি দমন কমিশন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে। তারা উত্তর সিটিতে কিভাবে এখনো কাজ ভাগিয়ে নিচ্ছে এ বিষয়টি রহস্যজনক। সূত্রগুলো আরো জানান, কাদের ম্যানেজ করে তারা এভাবে প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে এটি সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সবারই জানা রয়েছে।
 
এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদেনে প্রদত্ত তথ্য অনুসন্ধানে জানা যায়, এই অর্থ বছরে আরবান রিজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি, ডিএনসিসি অংশ) প্রকল্প, ইসিবি চত্ত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ শীর্ষক প্রকল্প, গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্লিনারবাসীদের জন্য বহুতলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্থ সড়ক, নর্দমা ফুটপাত নির্মাণ ও উন্নয়ন প্রকল্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তভূক্ত ১৮ (আঠার) টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন প্রকল্পসহ আরো কয়েকটি প্রকল্পসহ প্রায় ৯ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়। বিশাল বাজেটের মধ্যে বড় বড় সব কাজ মেয়র তার নিজের আত্মীয়-স্বজনদের প্রতিষ্ঠান ও আ.লীগ,যুব লীগের নেতা কর্মীদের অথবা আ.লীগ সমর্থিত লোকদের ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহকে ভাগ বাটোয়ারা করে স্বৈরাচার হাসিনার গ্রীন বুকে জায়গা করে নেন। 

সূত্র মতে, ২০২৩-২৪ সালের অর্থ বছরে প্রায় নয় হাজার কোটি টাকার কাজের সিংহভাগই এই তিন রত্নের প্রতিষ্ঠান, মেয়রের আত্মীয় স্বজন ও আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদারদের ভাগ করে দেয়া হয়। এ ছাড়া , ২০১৯ সাল থেকে এ সিটি কর্পোরেশন চলমান কাজ সমূহ থেকে মেয়র আতিক  বিশাল অংকের টাকা কমিশন হিসেবে ভাগিয়ে নিয়েছেন বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। 
সুত্রগুলো আরো জানায়,  স্বপ্নচারী স্বৈরাচার হাসিনার ক্ষমতামলে আধুনিক টেকসই এবং বাসযোগ্য নগর গড়ে তোলার নামে ঢাকা সিটি কর্পোরেশনকে দুইভাগে ভাগ করে উত্তর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। এই সিটি কর্পোরেশনের গড়ে তোলার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা তুলে নেয়াই ছিল হাসিনার মিশন ও ভিশন। এ মিশন, ভিশন বাস্তবায়নের দায়ীত্ব প্রথম মেয়র আনিসুল হককে দেয়া হলে আনিসুল হক শেখ হাসিনার টার্গেট পূরণে ব্যর্থতার পরিচয় দেন বলে সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন। তার মৃত্যুকেও রহস্যজনক বলে মন্তব্য করেছেন অনেকে। আনিসুল হকের মৃত্যুর পর ২০১৯ সালে শেখ হাসিনার প্রিয় শিল্পী মমতাজের বিপরীত ভার্সন মোসাহেবীতে দক্ষ আতিকুল ইসলামকে মেয়র পদে নির্বাচিত করা হয়। আতিকুল ইসলাম শেখ হাসিনার কাংখিত টার্গেট পূর্ন করতে শতভাগ স্বক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন অনেকে। আতিকুল ইসলাম গার্মেন্টস ব্যবসার আড়ালে তার নিজের ও শেখ হাসিনার দূর্নীতির বিপুল পরিমান টাকা বিভিন্ন দেশে পাচারে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। 
এ দিকে, ত্রিরত্নসহ উত্তর সিটির আওয়ামী পন্থি ঠিকাদারদের গত কয়েক বছরের কাজের হিসাব করা হলে পাচারের বিশাল চিত্রও বের হয়ে আসবে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন।

আরও খবর

news image

ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে

news image

অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ 

news image

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়

news image

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ 

news image

সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ  মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া --

news image

রাজবাড়ীতে ফ্রি লান্সিং এর নামে লাখ টাকা প্রতারণার অভিযোগ

news image

বাখরাবাদ গ্যাস অফিসে ইমাম নিয়োগে অনিয়ম, কম্পিউটার অপারেটর দিয়ে চলছে ইমামতি!

news image

ব্যবসা গুটিয়ে দেশত্যাগের চেষ্টায় চট্টগ্রামের আওয়ামীলীগ নেতা হারুন

news image

অর্থের বিনিময়ে মামলার ভিন্ন মোর , জোর করে মামলায় স্বাক্ষর করান ওসি- মামলার বাদী কালাম মোল্লা

news image

“জনগণের টাকা দিয়ে খেলছে গভর্নর মনসুর! ২৬ হাজার কোটি ছাপিয়ে ধ্বংস করলেন অর্থনীতি, এবার জবাব চাই”

news image

লাকসামে পলাতক চেয়ারম্যানের বহুতল ভবনে অবৈধ পানির সংযোগ!

news image

মেট্রোরেলের চুরি যাওয়া জিনিসপত্রের তদন্তে সাংবাদিকদের উপর হামলা, ভাঙচুর এবং মোবাইল ছিনতাই – দক্ষিণ খান থানা পুলিশ, একজন গ্রেপ্তার

news image

পটুয়াখালীতে বন ‍উজার ঘটনায় তদন্ত কর্মকর্তার তদন্ত করবে কে ?

news image

দুর্নীতির পুরনো হিসাব মিলাতে ব্যস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

news image

নাসিক ২৫নং ওয়ার্ড সচিবকে অপসারনে গভীর ষড়যন্ত্র

news image

ঝালকাঠিতে পাঁচ হাজার টাকার জন্য অবসরপ্রাপ্ত সৈনিককে কুপিয়ে হত্যা

news image

সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন,দলিল লেখক,শশুর বাড়ির চক্রান্তে নিঃস্ব সোহাগ

news image

রামগঞ্জে বাতিজা ২৫ লক্ষ্য টাকা চাঁদা  দাবি করে চাচাকে হত্যার হুমকি

news image

মাদক মামলার আসামী গ্রেফতারের সময় পুলিশের উপর হামলা

news image

লাকসামে অফিস না করেই বেতন নিচ্ছেন আইসিটি কর্মকর্তা!

news image

আমতলীতে লক্ষন দাসের হাতি দেখিয়ে নিরব চাঁদাবাজি

news image

একই মেশিনে আগে বের হতো জামায়াত- বিএনপি' এখন আ'লীগ

news image

ত্রিশালে আওয়ামীলীগের সাবেক এমপি মাদানীর ছেলে ও তার অনুসারীরা এখনো মাদক ব্যবসায় লিপ্ত

news image

শেখ পরিবারের আস্তাভাজন ইউপি চেয়ারম্যান হায়দার মোড়ল

news image

১২ লাখ টাকার চুক্তিতে ৩১ লক্ষ টাকা দিয়েও লাশ হলো বাঘার সেলিম

news image

ত্রিশালে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়া আসর,নিঃস্ব হচ্ছে এলাকার শত শত মানুষ,ধ্বংস হচ্ছে যুবসমাজ

news image

আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে

news image

স্থলবন্দরে দুটি শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব একই পরিবারের হাতে: সাধারণ শ্রমিকদের ক্ষোভ ও প্রশ্নবিদ্ধ কার্যক্রম

news image

মাতুয়াইল পশ্চিম পাড়ার আতঙ্কের নাম বিল্লাল

news image

রংপুরে বিএনপির নেতা পরিচয়ে প্রতিবেশির জমি দখলের অভিযোগ